টেস্টিং কিট দেবে সাকিবের ফাউন্ডেশন

0

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে স্বেচ্ছাবন্দী হয়ে আছেন সাকিব। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে থাকলেও বেশ কয়েক দিন আগে জানিয়েছিলেন, করোনাভাইরাসের জন্য সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়াবেন। কনফিডেন্স গ্রুপকে নিয়ে তার নিজস্ব ফাউন্ডেশন ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ কাজ করছে। দুটি সংগঠন মিলে ২০ লাখ টাকার তহবিল গঠনের কথা জানিয়েছেন সাকিব। এ অর্থ দিয়ে হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটকে টেস্টিং কিট দেবে জানিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার, ‘আমি খুবই গর্বের সঙ্গে জানাচ্ছি, কনফিডেন্স গ্রুপ ও ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ যৌথভাবে ২০ লাখ টাকার একটি ফান্ড গঠনে সহায়তা করেছে। এ ফান্ড থেকে প্রাপ্ত অর্থ বেশ কিছু স্বনামধন্য হাসপাতাল ও মেডিকেল ইনস্টিটিউটকে টেস্টিং কিটের ব্যবস্থা করে দেবে।’ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিশ্বসেরা অলরাউন্ডার আরও বলেন, ‘কনফিডেন্স গ্রুপের সঙ্গে একজোট হয়ে আমরা মানুষের জীবনে পরিবর্তন আনার টার্গেটে কাজ করব।’ সব ধরনের ক্রিকেটে এক বছরের নিষিদ্ধ সাকিব এখন হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন। সেটা শেষ করে স্ত্রী ও কন্যার সঙ্গে মিলিত হবেন। শুধু সাকিব নন, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজাসহ ২৭ ক্রিকেটার তাদের মাসিক বেতনের ৫০ শতাংশ ৩০ লাখ টাকা অনুদান দিয়েছেন। এ ছাড়া প্রথম শ্রেণির ৯১ ক্রিকেটার তাদের বেতনের ৫০ শতাংশ ৯ লাখ টাকার ওপরও দিয়েছেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com