অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের পর বিরাট কোহলি ও আনুশকা শর্মা
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের পর সিডনি স্টেডিয়ামে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ও তার সহধর্মিণী বলিউড তারকা আনুশকা শর্মা।
গত জানুয়ারিতে তোলা ছবি। অন্যদের মতো এই তারকা দম্পতি এখন গৃহবন্দী। তবে ঘরে থেকেই করোনাভাইরাস প্রতিরোধে ভক্তদের উদ্দেশে সতর্কতামূলক নানা পরামর্শ দিয়ে যাচ্ছেন। গত সপ্তাহে কোহলি ভক্তদের ঘরে থাকার অনুরোধ জানিয়ে বলেন, তিনি এখন প্রয়োজনেও বাইরে বের হচ্ছেন না। এমনকি তার চুলও কেটে নিয়েছেন আনুশকার কাছে।