অনির্দিষ্টকালের জন্য স্থগিত প্রিমিয়ার লিগ
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হল ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা। শুক্রবার ক্লাবগুলোর এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে খেলা শুরু করা হবে না জানানো হয়েছে।
এছাড়া এক বিবৃতিতে প্রিমিয়ার লিগ জানায়, খেলোয়াড়রা নিজেদের বেতনের ৩০ শতাংশ করে যেন কম নেয়, এ বিষয়ে ফুটবলারদের সঙ্গে ক্লাবগুলো আলোচনা করতে রাজি হয়েছে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সেইসঙ্গে শনিবার পেশাদার ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ), লিগ, ক্লাব কর্মকর্তাদের সঙ্গে এসব বিষয়ে বিস্তারিত আলোচনায় বসবে বলে খবরে বলা হয়েছে।