সাংবাদিককে প্রাণনাশের হুমকি, সোনাগাজী পৌর কাউন্সিলরের বিরুদ্ধে জিডি

0

সোনাগাজীতে দৈনিক কালের কন্ঠের সোনাগাজী প্রতিনিধি শেখ আবদুল হান্নানকে হত্যা করে লাশ গুম করার হুমকি দিয়েছেন সোনাগাজী পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর নূরনবী লিটন। বুধবার হান্নান জীবনের নিরাপত্তা চেয়ে সোনাগাজী মডেল থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেন।

এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে সোনাগাজী বাজারের জিরোপয়েন্ট সংলগ্ন কলেজ রোডের মাথায় এ ঘটনা ঘটে।

জিডিতে উল্লেখ করেন, তিনি পেশাগত কারণে বিভিন্ন মানুষের সাথে চলাফেরা করতে হয়। ইতোপূর্বে সংবাদ প্রকাশ নিয়ে একাধিকবার নূরনবী লিটন তার সঙ্গে কথাকাটাকাটি করেন।

ঘটনার সময় নূরনবী লিটন তার উপর অতর্কিত হামলা চালিয়ে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেয়। বিবাদী লিটন যুবলীগ নেতা সারোয়ার জাহান বাবুল হত্যা মামলার এজাহারনামীয় আসামি।

বিবাদীর প্রকাশ্য হুমকিতে তিনি জীবনের নিরাপত্তাহীনতায় রয়েছেন। সিনিয়র সাংবাদিক ও ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের পরামর্শে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে বুধবার রাতে জিডি করেন।

এ ঘটনায় ফেনী ও সোনাগাজীতে কর্মরত সাংবাদিকরা লিটনকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইকুল আহমেদ ভূঞা জানান, একজন সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দিয়ে কোনো অপরাধী পার পাবে না। তদন্ত করে আইনের আওতায় আনা হবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com