করোনা থেকে সুস্থ হয়ে উঠার হার বাড়ছে ইতালিতে

0

ইতালিতে কভিড-১৯ করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠার হার বাড়ছে। রবিবার করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৫৯০ জন। ২১ ফেব্রুয়ারি ইতালিতে মহামারী আকারে করোনা ছড়িয়ে পড়ার পর এটাই সুস্থ হয়ে উঠার সবচেয়ে বড় রেকর্ড। এ পর্যন্ত ইতালিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৪ হাজার ৬২০ ব্যক্তি। দেশটির সিভিল প্রটেকশন ডিপার্টমেন্টের প্রধান অ্যাঞ্জেলো বোরেলি এ তথ্য জানিয়েছেন।

ইতালিতে করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন, ১১ হাজার ৫৯১ জন। তবে ধীরে ধীরে মৃত্যু ও সংক্রমণের হার কমে আসছে দেশটিতে।সংক্রমণে এ পর্যন্ত শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, ১ লাখ ৬৪ হাজার ২৫৩। ইতালিতেও সংক্রমণের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইতালির  পরেই করোনা সংক্রমণে স্পেন (৮৭ হাজার ৯৫৬) ও চীনের (৮১ হাজার ৫১৮) অবস্থান।  

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com