অপেক্ষা করতে রাজি নন কেইন
ইংলিশ লিগ স্থগিত হয়ে আছে। অন্তত ৩০ এপ্রিল পর্যন্ত আর মাঠে গড়াচ্ছে না। এরপরও মাঠে গড়াতে পারবে কি না বলা কঠিন। এ অবস্থায় কর্তৃপক্ষকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানাচ্ছেন অনেকে। বিশেষ করে পরবর্তী মৌসুম নিয়ে আগে থেকেই ভাবতে হবে। ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক হ্যারি কেইন বলছেন, ‘আমি জানি মৌসুমটা শেষ করার জন্য সব ধরনের চেষ্টাই করবে লিগ কর্তৃপক্ষ। কিন্তু সবকিছুরই একটা সীমা থাকা উচিত। আমার মনে হয় জুনের মধ্যেই লিগ শেষ করা উচিত।’ কিন্তু লিগ মাঠে গড়াতে না পারলে শেষ হবে কী করে! কেইনের মতে, জুলাই কিংবা আগস্টে লিগ শেষ হলে তা পরবর্তী মৌসুমের জন্য কঠিন হয়ে উঠবে।