নারী ক্রিকেটারদের আর্থিক সহায়তা
করোনাভাইরাসে থমকে গেছে জীবনযাত্রা। স্থবির হয়ে পড়েছে খেলাধুলা। আর্থিক সমস্যার মুখোমুখি হচ্ছেন ক্রীড়াবিদরা। আর্থিক ক্ষতি সামলাতে সারা বিশ্বেই ছাঁটাই হচ্ছে। অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন ইতিমধ্যে ৭০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এমন মুহূর্ত যখন বিশ্বব্যাপী, তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে। চুক্তি ও চুক্তির বাইরের পুরুষ ক্রিকেটারদের এককালীন ৩০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে আগেই। মহিলা ক্রিকেটারদের ২০ হাজার করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে গতকাল। ২০১৮-১৯ মৌসুমের জাতীয় লিগ খেলা ক্রিকেটার এবং ২০১৯-২০ মৌসুমে জাতীয় দলের ক্যাম্পে থাকা ক্রিকেটারদের এককালীন এই টাকা দেবে বিসিবি। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমনই জানিয়েছেনÑ ‘ছেলেদের মতো মহিলা ক্রিকেটারদেরও আয়ের মূল উৎস ঘরোয়া ক্রিকেট। এ সময় তাদেন পাশে থাকা প্রয়োজন।’