ব্রিটেনে কারোনায় আরও ২৬০ জনের মৃত্যু

0

করোনাভাইরাসের ছোবলে ক্রমশ ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে ব্রিটেন। শনিবার মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী মৃত্যুর সংখ্যা হচ্ছে ১ হাজার ১৯ জন। ২৪ ঘণ্টা আগে এই সংখ্যা ছিল ৭৫৯‌। অর্থাৎ একদিনের ব্যবধানে আরও ২৬০ জন মানুষ করোনার কারণে মারা গেছেন। এখন পর্যন্ত এ রোগে ব্রিটেনের আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৮৯ জন।

ডিপার্টমেন্ট অফ হেলথ এক টুইটে জানিয়েছেন শনিবার সকাল ৯টা পর্যন্ত ১৭ হাজার ৮৯ জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। ২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৬ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে কভিড-১৯। এতে ইতালির পর সবচেয়ে বেশি মানুষ মারা গেছে স্পেনে।

এদিকে লন্ডনের এক্সেল ভবনের এনএইচএস নাইটিঙ্গেল হাসপাতালের অভ্যন্তর থেকে সংবাদচিত্র প্রকাশের সাথে সাথে সরকার এই পরিসংখ্যান প্রকাশ করেছে। এই সপ্তাহে কাজ শেষ হলে, এখানে ৪,০০০ রোগী রাখতে সক্ষম হবে। এছাড়া আরও দুটি অস্থায়ী মেগা-হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। এর একটি বার্মিংহামে এবং অন্যটি ম্যানচেস্টারে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com