পাকিস্তানের যে অলরাউন্ডারকে হার্দিকের চেয়ে ভালো মনে করেন হগ

0

পাকিস্তান দলে কি এখন বিশ্বমানের অলরাউন্ডার আছে? প্রশ্নটা উঠলে না ভেবেই উত্তর বলে দেওয়ার মতো কেউ এখন নেই আসলে। একটা সময় আবদুল রাজ্জাক, শহিদ আফ্রিদির মতো অলরাউন্ডার ছিলেন। এখনকার দলে এমন নাম ডাক ছড়াতে পারেননি কেউ।

আর বর্তমান বিশ্বের সেরা অলরাউন্ডার খুঁজতে গেলে সবার আগে অবশ্যই আসবে সাকিব আল হাসানের নাম। তিনি আইসিসির নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে রয়েছেন। তার পরের নাম খুঁজতে গেলে বেন স্টোকস কিংবা হার্দিক পান্ডিয়ার কথাই বলবেন বেশিরভাগ ক্রিকেটপ্রেমী।

তবে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্র্যাড হগ মনে করেন, ভারতের হার্দিক পান্ডিয়ার চেয়ে ভালো অলরাউন্ডার আছে পাকিস্তান দলে। তিনি কে? হগ বললেন ইমাদ ওয়াসিমের কথা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভক্ত তাকে প্রশ্নটা করেছিলেন- হার্দিক পান্ডিয়া আর ইমাদ ওয়াসিমের মধ্যে ভালো অলরাউন্ডার কাকে মনে হয়? জবাবে হগ বেছে নেন ইমাদকে। তিনি বলেন, ‌‘আমি এই জায়গায় ইমাদ ওয়াসিমকে বেছে নেব। তবে আমি মনে করি, হার্দিক পান্ডিয়াও যখন পুরোপুরি ফিট হয়ে ফিরবে, তখন আগের চেয়ে ভালো করতে পারবে।’

৩১ বছর বয়সী ইমাদ পাকিস্তানের হয়ে ৫৩টি ওয়ানডে আর ৪৩টি টি-টোয়েন্টি খেলেছেন। এখনও টেস্ট অভিষেক হয়নি। ওয়ানডেতে ৯৫২ রান আর টি-টোয়েন্টিতে করেছেন ২৫৭ রান। দুই ফরমেটেই উইকেট ৪২টি করে।

অপরদিকে হার্দিক ভারতের হয়ে সব ফরমেটেই খেলেছেন। ৫৪ ওয়ানডেতে ৯৫৭ রানের সঙ্গে উইকেট ৫৪টি, ৪০ টি-টোয়েন্টি খেলে ৩১০ রানের সঙ্গে ৩৮ উইকেট এবং ১১ টেস্টে ৫৩২ রান ও ১৭ উইকেট নিয়েছেন ভারতীয় অলরাউন্ডার।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com