করোনা থেকে পুরো সুস্থ চেলসির এই ফুটবলার
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন চেলসির ক্যালাম হাডসন-ওডই। তবে খেলার মাঠের মতোই প্রাণঘাতী এই ভাইরাসকে পরাস্ত করকে পেরেছেন তরুণ এই ফুটবলার। আক্রমণভাগের এই খেলোয়াড় এখন পুরোপুরি সুস্থ বলে জানিয়েছেন ক্লাবটির কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।
চলতি মাসের শুরুর দিকেই করোনাভাইরাস জনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছিলেন হাডসন-ওডই। প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে এই ভাইরাসের কবলে পড়েন তিনি।
১৯ বছর বয়সী হাডসন- ওডইয়ের শারীরিক অবস্থা নিয়ে ল্যাম্পার্ড বলেন, “আক্রান্তের পুরো সময়টাতেই আমি তার সঙ্গে কথা বলেছি। তার এই অসুস্থতায় পড়ার প্রথম সপ্তাহটা খুব বিপজ্জনক সময় ছিল। সৌভাগ্যক্রমে সে খুব ভুগতে হয়নি। আমরা খুশি যে, সে এখন সেরে উঠেছে।”
প্রাণঘাতী করোনাভাইরাসে এলোমেলো হয়ে পড়েছে বিশ্ব। সব মিলিয়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৬ হাজার।
এতে আক্রান্ত হয়েছেন ইউরোপের ক্লাবগুলোর বেশ কয়েকজন ফুটবলারও। এই ভাইরাস থেকে বাঁচতে হোম কোয়ারেন্টাইনে আছেন খেলোয়াড়রা।