কাতারে আক্রান্ত বাড়ছেই, আতঙ্কে প্রবাসীরা

0

করোনা সংক্রমণ ঠেকাতে নাগরিকদের নিরাপত্তার জন্য সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার সরকার। তারপরও ঠেকানো যাচ্ছে না আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১২ জন। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৪৯ জনে দাঁড়িয়েছে।

করোনা বিস্তার ঠেকাতে এরই মধ্যে বন্ধ করা হয়েছে মসজিদ, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়, দোকানপাট, শপিংমল ও সিনেমাহল। বন্ধ আছে গণপরিবহন ও বিমান চলাচল। লকডাউন করে দেয়া হয়েছে শিল্পাঞ্চল সানাইয়া।

বিধিনিষেধ আরোপ করা হয়েছে চলাচলে, আইন না মানলে করা হচ্ছে গ্রেফতার। এ অবস্থায় চিন্তিত হয়ে পড়েছেন কর্মহীন প্রবাসীরা। প্রয়োজন ছাড়া ঘোরাঘুরি না করার পরামর্শ প্রবাসীদের।

করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে সোমবার থেকে বাংলা ভাষায় একটি রেডিও চালু করেছে কাতার সরকার। এখনো পর্যন্ত কোনো বাংলাদেশি আক্রান্ত না হলেও আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রবাসীরা।

কাতারে এ পর্যন্ত ১৪ হাজারের মতো মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনায় আক্রান্তদের অন্তত ৪৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com