‘সচেতনতা, সতর্কতা, সাবধানতা করোনা প্রতিরোধের বড় অস্ত্র’

0

করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ পুরো বিশ্ব। মরণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। এই যুদ্ধে জিততে সবাইকে সচেতন করতে বার্তা দিয়ে যাচ্ছেন ক্রীড়া তারকারা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক সবার প্রতি আহ্বান জানালেন- সচেতনতা, সতর্কতা, সাবধানতা অবলম্বনের।

দেশের ফুটবলের ‘সবশেষ সুপারস্টার’ বলা হয় আমিনুল হককে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি ভিডিও পোস্ট করেন সাবেক এই গোলরক্ষক।

আমিনুল তার বার্তায় বলেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। করোনাভাইরাসে আক্রান্ত গোটা বিশ্ব। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা, বড় হচ্ছে মৃত্যুর মিছিল। আসুন দল-মত সব ভুলে প্রতিহত করি করোনাকে।’

খেলোয়াড়ি জীবনে পোস্টের নিচে দাঁড়িয়ে রুখেছেন প্রতিপক্ষের দুর্দান্ত সব আক্রমণ। সবাই মিলে করোনাকেও সেভাবেই রোখার আহ্ববান আমিনুলের, ‘গোলপোস্টে দাঁড়িয়ে অনেক গোল সেভ করেছি, রুখে দিয়েছি অনেকের শট। আসুন এবার সবাই মিলে সেভ করি বিপন্ন মানবতাকে। রুখে দিই করোনাকে।’

সবাইকে বাড়িতে থাকার আহ্বান জানিয়ে আমিনুল বলেন, ‘আপনার আমার সবার নিরাপত্তার কথা ভেবে যে যার বাড়িতেই থাকি। সচেতনতা, সতর্কতা, সাবধানতা করোনা প্রতিরোধের বড় অস্ত্র। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com