শামীম ইস্কান্দারের জিম্মায় অল্প কিছুক্ষণের মধ্যেই মুক্তি খালেদা জিয়ার

0

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দু’টি শর্তে ছোটভাই শামীম ইস্কান্দারের জিম্মায় অল্প কিছুক্ষণের মধ্যেই মুক্তি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বুধবার (২৫ মার্চ) দুপুরে সচিবালয়ে তিনি এ কথা জানিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়াকে মুক্তির জন্য সকল সরকারি কাগজপত্র স্বাক্ষর করেছেন সচিব। খালেদা জিয়ার মুক্তির প্রক্রিয়া কিছুক্ষণের মধ্যেই কার্যকর হতে যাচ্ছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত যে কাজ ছিল তা সম্পন্ন হয়েছে। আইজি প্রিজন আমার পাশে আছেন, তিনি তার কাজটা করবেন, তারপরেই তার আদেশ কার্যকর করা হবে।’

সাজা স্থগিত থাকাকালে খালেদা জিয়া রাজনৈতিক কাজে অংশ নিতে পারবেন কি-না এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তিনি (খালেদা) রাজনৈতিক কর্মকাণ্ড করবেন কেন? তিনি তো এখনেও সাজাপ্রাপ্ত ব্যক্তি। ৬ মাসের জন্য শুধু শাস্তি স্থগিত করা হয়েছে।’

শর্ত ভঙ্গ করলে শাস্তি স্থগিত বাতিল হবে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা বলার অপেক্ষা রাখে না।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com