এক সপ্তাহে ১০ লাখেরও বেশি কানাডিয়ান দেশে ফিরেছে
গত এক সপ্তাহের ব্যবধানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০ লাখের বেশি কানাডিয়ান দেশে ফিরে এসেছে। এদের মধ্যে ৯ লাখ ৬০ হাজার কানাডিয়ান নাগরিক। কানাডার স্থায়ী বাসিন্দ রয়েছেন ৪৪ হাজার।
করোনাভাইরাসের সংক্রমণ বিস্তৃতির পর গত ১৪ মার্চ থেকে ২০ মার্চ সময়সীমার মধ্যে এরা কানাডায় ফিরেছেন।করোনাভাইরাসের সংক্রমণের পর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত কানাডিয়ানদের দেশে ফিরে আসার আহ্বান জানান। এদের অধিকাংশই নানা কারণে নিজ নিজ জন্মভূমিতে অবস্থান করছিলেন। কানাডিয়ানদের নিজ দেশে ফিরে আসার সুবিধার্থে ৫ হাজার ডলার পর্যন্ত ঋণ দেয়ার ঘোষণাও দেয় কানাডা সরকার। জাতির উদ্দেশে বক্তৃতাকালে তিনি বিদেশে থাকা কানাডিয়ানদের দেশে ফিরে আসার আহ্বান নতুন করে জানান।
বিদেশে থাকা কানাডিয়ানরা ফিরে আসায় দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। সরকারও বলছে, বিদেশে থাকা নাগরিকদের ফিরে আসার সাথে সাথে আক্রান্তের সংখ্যা বাড়বে। তবু কানাডা চায় তাদের নাগরিকরা নিজ দেশে ফিরে আসুক, বিশ্বব্যাপী কঠিন এই সময়ে তারা নিজের বাড়িতে থাকুক।