সেই কণিকার কারণে করোনা আতঙ্কে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা

0

বিশ্বব্যাপী এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের ভয়াল থাবায় কাঁপছে গোটা বিশ্ব। বিশ্বজুড়ে স্থগিত হয়ে গেছে সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা।

এবার করোনা আতঙ্কে ভুগছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। করোনা আক্রান্ত বলিউডি গায়িকা কণিকা কাপুরের সঙ্গে লখনৌয়ের একই হোটেলে থাকায় ক্রমেই তাদের মধ্যে চিন্তা বাড়ছে।‘বেবি ডল’ খ্যাত গায়িকা কণিকা গত ১৫ মার্চ লন্ডন থেকে লখনউ ফিরে পাঁচ তারকা হোটেলে বন্ধুবান্ধবদের নিয়ে পার্টির আয়োজন করেন। সেই পার্টিতে ছিলেন ভারতের রাজনৈতিক ব্যক্তিত্ব, উচ্চপদস্থ আমলারা। ছিলেন কয়েক জন প্রোটিয়া ক্রিকেটারও।

ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথমটি ছিল ধর্মশালায়, ১২ মার্চ। যা বৃষ্টিতে ভেস্তে যায়।

দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ ছিল যথাক্রমে লখনৌয়ে ১৫ মার্চ ও কলকাতায় ১৮ মার্চ। কিন্তু করোনাভাইরাস নিয়ে আতঙ্কের পরিস্থিতি তৈরি হওয়ায় দুই দেশের বোর্ড বাতিল করে দেয় সিরিজ।

১৩ মার্চ থেকে লখনৌয়ে ছিলেন প্রোটিয়া ক্রিকেটাররা। কলকাতায় তারা আসেন ১৬ মার্চ। এখান থেকেই তারা ধরেন দুবাই হয়ে দেশে ফেরার ফ্লাইট।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com