খালেদা জিয়াকে সম্পূর্ণ নিরাপদ রাখার দাবি ফখরুলের
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ নিরাপদ রাখার দাবি জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানিয়েছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা আমাদের তরফ থেকে যতটা সম্ভব অথরিটির (কর্তৃপক্ষ) সঙ্গে যোগাযোগ করে তাকে যেন সম্পূর্ণভাবে নিরাপদ রাখা হয় তার জন্য কথা বলেছি এবং তারা আমাদের নিশ্চয়তা দিয়েছেন যে সেটা তারা করছেন।’
তিনি বলেন, আপনারা জানেন যে, তার পরিবারের থেকে আবেদন করা হয়েছে যে, সম্পূর্ণভাবে মানবিক কারণে তাকে চিকিৎসার জন্য মুক্তি দেয়া হোক। আমরা যেটা পূর্ণ সমর্থন জানিয়ে সরকারের প্রতি আহ্বান জানিয়েছি যে, তাকে দ্রুত মুক্ত করা হোক।’
সম্প্রতি গণমাধ্যমে চাকরিচ্যুতির যে ঘটনা ঘটেছে সে বিষয়ে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা জানতে পেরেছি যে, করোনাভাইরাসের এই সময়ে সাংবাদিকদের চাকরিচ্যুত করা হচ্ছে। এই সময়ে তাদের কর্মচ্যুত করা অমানবিক ও অনৈতিকও। আমরা আশা করব, গণমাধ্যমের যারা মালিকানা ও ব্যবস্থাপনায় আছেন তারা এই বিষয়টিকে অবশ্যই বিবেচনা করবেন, এখন যাতে কেউ কর্মচ্যুত না হয় সেটা বিশেষভাবে দেখবেন।’
করোনাভাইরাসের সংবাদ প্রকাশে জনসচেতনতায় গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করেন বিএনপি মহাসচিব।
সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব কয়েকটি ইলেক্ট্রনিক ও গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতিতে লাইভ সম্প্রচারে করোনাভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতির ওপর কথা বলেন।