দল-মতের উর্ধ্বে উঠে করোনা মোকাবেলায় এগিয়ে আসুন
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা: শাহাদাত হোসেন করোনা ভাইরাস মহামারি রোধে দলমত নির্বিশেষে সবাইকে রাজনীতির উর্ধে উঠে কাজ করার আহবান জানিয়েছেন।
রবিবার দুপুরে নগরীর রাহাত্তার পুল এলাকায় জনগনের মধ্যে মাস্ক বিতরনকালে তিনি একথা বলেন।
ডা: শাহাদাত হোসেন বলেন, করোনা ভাইরাস এখন বৈশ্বিক মহামারিতে রুপ নিয়েছে। বাংলাদেশেও দিন দিন এই রোগে আক্রান্তের পরিমান বাড়ছে। পরিস্থিতি যেভাবে খারাপের দিকে যাচ্ছে তাতে সবাই এক যোগে করার বিকল্প নেই।
এখন কোন ধরনের রাজনীতি নই, মানুষকে রক্ষা করতে হবে। এই দায়িত্ব আমাদের সবার, উল্লেখ করেন তিনি।
ডা: শাহাদাত হোসেন বলেন, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে সবাইকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আতংকিত না হয়ে সতর্কতার সাথে পরিস্থিতি মোকাবেলা করা প্রয়োজন।
করোনা ভাইরাসের কারণে সবকিছু প্রায় বন্ধ হয়ে যাওয়াতে খেটে খাওয়া মানুষ এবং শ্রমজীবিরা চরম অসুবিধায় পড়তে পারে। সেই কারণে এসব প্রান্তিক মানুষদের সহায়তা দেওয়ার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানায়, উল্লেখ করেন ডা: শাহাদাত হোসেন।
স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।