দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে।
এছাড়া নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন আরও ছয়জন। এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৩ জনে দাঁড়িয়েছে।
সোমবার বিকেলে অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে।
আইইডিসিআর পরিচালক আরও জানান, দেশে নতুন করে আরও ছয়জন করোনা আক্রান্ত হয়েছেন। তাদের তিনজন পুরুষ ও তিনজন নারী। আক্রান্ত দুজন দেশের বাইরে থেকে এসেছেন। এছাড়া আক্রান্ত ছয়জনের মধ্যে দুজনের অন্য রোগও আছে।
মীরজাদী সেব্রিনা বলেন, উপসর্গ আছে অথবা সন্দেহভাজন করোনা আক্রান্ত ৫১ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে ৪৬ জন।
তিনি জানান, আইইডিসিআর গত ২৪ ঘণ্টায় আরও ৫৬ জনের নমুনা পরীক্ষা করেছে। এ পর্যন্ত মোট ৬২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।