করোনা আক্রান্ত দিবালা
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন তারকা ফুটবলার। জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালাকে নিয়ে আগেই গুঞ্জন রটেছিল। কিন্তু তিনি বার বার অস্বীকার করেছেন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা। তবে নতুন খবর, আতঙ্ক ছড়ানো এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাওলো দিবালা। ইতালির জাতীয় দলের সাবেক অধিনায়ক পাওলো মালদিনিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। টেস্টে পজিটিভ হয়েছেন তিনি। মালদিনি ১৯৯০ সালে ইতালির জার্সিতে বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছেন। এছাড়া ১৯৯৪ সালে বিশ্বকাপে ইতালির জার্সিতে রানার্সআপ হয়েছেন তিনি। ইতালির ফুটবল ইতিহাসে পাওলো মালদিনি অন্যতম সেরা তারকা হিসেবে পরিচিত। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ম্যানইউর সাবেক মিডফিল্ডার ফেল্লিনিও। বর্তমানে এই বেলজিয়ান তারকা চীনা সুপার লিগে শ্যানডঙ লুনেঙয়ের জার্সিতে খেলছেন।