স্বেচ্ছায় হোমকোয়ারেন্টিনে কুমার সাঙ্গাকারা

0

সাম্প্রতিক সময়ে মারাত্মক আকার ধারণ করেছে করোনাভাইরাস। ছোঁয়াছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে ইতিমধ্যে প্রায় ১৪ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। আক্রান্ত হয়েছেন ৩ লাখেরও বেশি মানুষ।

চীনের উহান প্রদেশ থেকে বিশ্বে ছড়িয়ে পড়া এই ভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে। ছোঁয়াছে এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে স্বেচ্ছা হোমকোয়ারেন্টিনে রয়েছেন শ্রীলংকার কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। লংকান সাবেক এই তারকা ব্যাটসম্যান নিজেই জানিয়েছেন বাড়তি সতর্কতার জন্য কলম্বোতে নিজ বাড়িতে ‘বন্দি’ হয়েছেন।

রোববার নিউজ ফার্স্ট ওয়েবসাইটকে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বর্তমান সভাপতি সাঙ্গাকারা জানান, আমার শরীরে করোনার কোনো উপসর্গ কিংবা ওরকম কিছু নেই। তবু সরকারের নির্দেশনা মেনে চলছি। আমি এক সপ্তাহ আগে লন্ডন থেকে ফিরেছি। একটি খবরে বলতে শুনলাম যারা ১ থেকে ১৫ মার্চের মধ্যে শ্রীলংকায় এসেছে তাদের স্বেচ্ছা কোয়ারেন্টিনে যেতে বলা হয়েছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com