নিজের মতো প্রবাসীদেরও ‘স্যাক্রিফাইস’ করতে বললেন সাকিব

0

আক্রান্ত দেশ থেকে আসা মানুষের মাধ্যমে বাংলাদেশেও ছড়িয়েছে করোনা ভাইরাস। দেশে আক্রান্তদের প্রায় সবাই বিদেশফেরত ব্যক্তিদের সংস্পর্শে এসেছিলেন। বিদেশ থেকে আসা ব্যক্তিরা সরকারের দেয়া নির্দেশনা অনুযায়ী কোয়ারেন্টিন মানছেন না। আর এটাকেই বাংলাদেশের জন্য হুমকি মনে করছেন বিশেষজ্ঞরা। তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রবাসীদের অনুরোধ করেছেন যথাযথভাবে কোয়ারেন্টিন মানতে। সাকিব নিজেও যুক্তরাষ্ট্রে গিয়ে নিজের স্ত্রী ও মেয়ের সঙ্গে দেখা না করে স্বেচ্ছা কোয়ারেন্টিনে রয়েছেন। নিজের ফেবসুক পেজে ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘আমি মাত্রই যুক্তরাষ্ট্র এসে পৌঁছলাম। যদিও প্লেনে সব সময় ভয় কাজ করেছে একটু হলেও।

তারপরও চেষ্টা করেছি, নিজেকে কিভাবে জীবাণুমুক্ত রাখা যায়। তারপর যখন আমি যুক্তরাষ্ট্রে পৌঁছলাম, আমি সোজা একটি হোটেলের রুমে উঠেছি। আমি ওদেরকে অবগত করেছি, এখানে থাকবো কিছুদিন এবং আমি যেহেতু ফ্লাই করে এসেছি আমার একটু হলেও রিস্ক আছে। তাই আমি নিজেকে আইসোলেটেড করে রেখেছি। যে কারণে আমি আমার বাচ্চার সঙ্গে দেখা করিনি। এটা অবশ্যই আমার জন্য কষ্টের। তারপরও আমার কাছে মনে হয়, আমরা এই সামান্য স্যাক্রিফাইস করতে পারলে অনেক দূর এগুতে পারবো। সো, এ কারণেই আমাদের দেশে যারা বিদেশ থেকে এসেছেন তাদের সবারই ছুটি অনেক কম থাকে। তারা চায় আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে, ঘোরাফেরা করতে, আড্ডা দিতে কিংবা কোনো অনুষ্ঠানে একত্রিত হতে। যেহেতু আমাদের সময়টা অনুকূলে না, আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই নিয়মগুলো যেন সবাই মেনে চলেন। কারণ আমাদের এই সামান্য স্যাক্রিফাইস পারে আমাদের পরিবারকে বাঁচিয়ে রাখতে, সুস্থ রাখতে এবং আমাদের নিজেদেরকেও সুস্থ রাখতে।’
আশা করি সবাই আমার এই কথাগুলো শুনবেন এবং কাজে লাগানোর চেষ্টা করবেন। এছাড়াও বাংলাদেশ সরকার, স্বাস্থ্য সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যেসব দিক নির্দেশনা দিয়েছে, এগুলো সম্পর্কেও অবগত হবেন এবং সেভাবে ব্যবস্থা নেয়ার চেষ্টা করবেন।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com