খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পাচ্ছে না স্বজনরা
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার পরিবারের সদস্য ও স্বজনরা সাক্ষাতের অনুমতি পাচ্ছে না।
দলের চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল খবির খান জানান, পরিবারের কয়েকজন সদস্য গত ৭ মার্চ সাক্ষাৎ করেছিলেন। এরপর ১৮ মার্চ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের স্বাক্ষরে সাক্ষাৎ চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
তিনি বলেছেন, আজ পর্যন্ত সাক্ষাতের অনুমতি পাওয়া যায়নি। আত্মীয়-স্বজনের নামের তালিকা- ছোট ভাই শামীম ইস্কান্দার, ছোট ভাইয়ের বউ কানিজ ফাতেমা, বড় বোন সেলিনা ইসলাম, ভাতিজা অভিক ইস্কান্দার।