পাঁচ এজেন্টসহ আটক ২৪, আহত ৫
ঢাকা-১০ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ শুরু থেকেই বিএনপির এজেন্টদের বের করে দেয়া, আটক ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। বেশ কয়েকটি কেন্দ্র থেকে পাঁচজন এজেন্টসহ মোট ২৪ জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ শনিবার সকালে তাদেরকে আটক করা হয়।
এছাড়া সরকারি দলীয় নেতাকর্মীদের হামলায় বিএনপির ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। আহতদেন চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। এরমধ্যে জিগাতলা কাওসার সুইটমিটের সামনে থেকে তিনজন, গজমহল লেদার টেকনোলজি থেকে পাঁচজন, ধানমন্ডি কুইন্স কেন্দ্র থেকে এজেন্ট অ্যাডভোকেট মাসুদ, নিউমার্কেট থানাধীন সমাজ কল্যাণ কেন্দ্র থেকে সাতজন, হাজারীবাগের বিভিন্ন কেন্দ্র থেকে চারজনসহ পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে নিউমার্কেট থানার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে থেকে বিএনপির দুজন এজেন্টকে পাশের সমাজকল্যাণ অফিসে নিয়ে ব্যাপক মারধর করে আহত করা হয়েছে।