‘করোনা’ মোকাবিলায় বিশেষজ্ঞের শরণাপন্ন বিসিবি
বাংলাদেশে করোনা ভাইরাস আতঙ্ক বেড়ে চলেছে। এরই মধ্যে বিশ্বের সব জায়গার মতো বাংলাদেশেও বন্ধ হয়ে গেছে খেলাধুলা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সবধরনের ক্রিকেট স্থগিত করেছে অনির্দিষ্টকালের জন্য। করোনা আতঙ্কে থাকা বিসিবি কর্মকর্তা-কর্মচারী ক্রিকেটারদের সতর্ক করতে এরই মধ্যে নিয়েছে নানা উদ্যোগ। বিসিবির মেডিকেল বিভাগ শরনাপন্ন হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকের। শনিবার দুপুর ১২টায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভাইরোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর চন্দন কুমার রায় আসবেন মিরপুর শেরেবাংলা মাঠে। সেখানে একাডেমির কনফারেন্স রুমে ক্রিকেটার ও বিসিবি কর্মকর্তাদের করোনা প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করবেন। দেবেন নানা নির্দেশনা।
বিষিয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী। তিনি বলেন, ‘আমরা মেডিকেল বিভাগের পক্ষ থেকে একজন ভাইরাস বিশেষজ্ঞের সঙ্গে কথা বলেছি। তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভাইরোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসার চন্দন কুমার। শনিবার মিরপুর শেরেবাংলা মাঠের বিসিবির অফিসে আসবে চন্দন। এরপর একাডেমির কনফারেন্স রুমে এখানে যারা কর্মরত আছেন তাদের করোনা প্রতিরোধে নিদের্শনা দেবেন। এছাড়াও এই ভাইরাস কীভাবে ছড়ায়, বাঁচার উপায় নিয়ে কথা বলবেন।’
দেবাশিষ চৌধুরী জানিয়েছেন বিসিবির কর্মকর্তা-কর্মচারী ছাড়াও ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হবে। এছাড়াও সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকা গ্রাউন্ডসম্যানদের জন্য এই আয়োজন গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। বিসিবির চিকিৎসক বলেন, ‘অবশ্য আমরা ক্রিকেটারদের আমন্ত্রণ জানাবো। তবে আমরা গ্রাউন্ডসে যারা কাজ করে তাদের জন্য আলাদা করে ব্যবস্থা রাখবো একটি সেশনের। কারণ তাদের অনেকেই শিক্ষিত নয়। বুঝেও কম, তাই ওরাই বেশি ঝুঁকির মধ্যে যে কারণে ওদের জন্য একটি আলাদা সেশন থাকবে। উপস্থিত থাকতে পারে যারা ক্রিকেট সাংবাদিক তারাও। এই বিষয়টি সবার জন্য গুরুত্বপূর্ণ। তবে খেয়াল রাখা হবে যেন বেশি লোক সমাগম না হয়। বেশি লোক মানেই সমস্যা।’