ডেঙ্গু রোগী বাড়ছে

0

চলতি বছরে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। চলতি বছর এ পর্যন্ত ২৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। গত বছর এই সময়ে এই সংখ্যা ছিল ৭৩ জন। অর্থাৎ গত বছরের প্রথম তিন মাসের তুলনায় এবছর রোগীর সংখ্যা ৩ দশমিক ৬ গুন বেশি।

স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম) ডা. আয়েশা আক্তার জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৭ মার্চ পর্যন্ত ২৬৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬২ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১জন। গত ২৪ ঘন্টায় নতুন কোন রোগী ভর্তি হয়।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রন ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর এর তথ্য মতে, চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোন রোগীর মৃত্যু ঘটেনি।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com