করোনাভাইরাস: পিছিয়ে গেল ফ্রেঞ্চ ওপেন

0

করোনাভাইরাসের কারণে তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে ফ্রেঞ্চ ওপেন। মঙ্গলবার ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন এই ঘোষণা দেয়।

২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট। ক্লে-কোর্টের এই টুর্নামেন্ট নতুন সূচিতে ২০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের প্রভাবে সারা বিশ্বের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত হয়ে যাচ্ছে। মঙ্গলবারই যেমন ইউরো, কোপা আমেরিকাও পিছিয়ে দেওয়া হয়েছে এক বছরের জন্য। সেই ধারাবাহিকতায় ফ্রেঞ্চ ওপেনও স্থগিত হলো।

এক বিবৃতিতে ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন জানায়, ‘করোনাভাইরাসের ফলে বিশ্বের সর্বত্র জনস্বাস্থ্য নিয়ে সংকট তৈরি হয়েছে। এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত প্রত্যেকের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে ফরাসি টেনিস ফেডারেশন এ বছরের ফ্রেঞ্চ ওপেন ২০ থেকে থেকে ৪ অক্টোবর পর্যন্ত আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।’

‘১৮ মে কী পরিস্থিতি থাকবে, সেটা এখন থেকে কেউই বলতে পারবে না। তবে বর্তমান পরিস্থিতিতে কোনোভাবেই প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। তার ফলেই নির্ধারিত সূচি অনুযায়ী প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হচ্ছে না।’- বিবৃতে জানায় ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com