মাশরাফীর নেতৃত্বে শেষবার মাঠে নামছে বাংলাদেশ

0

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচটি বিশেষ স্মরণীয় টাইগারদের জন্য। এই ম্যাচ দিয়েই দেশের হয়ে নেতৃত্বে ইতি টানতে যাচ্ছেন মাশরাফী বিন মোর্ত্তজা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। অতিথিদের হারাতে পারলে তিন ম্যাচের এই সিরিজে হোয়াইটওয়াশের স্বাদ পাবে স্বাগতিক দল। একই ভেন্যুতে প্রথম ম্যাচে ১৬৯ রান ও দ্বিতীয় ম্যাচে ৪ রানে জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে লাল-সবুজ দল।

ম্যাচটিতে সব নজর মাশরাফীর দিকে। অধিনায়ক হিসেবে বিদায়ী ম্যাচে দারুণ একটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন নড়াইল এক্সপ্রেস। ম্যাচটি জিতলে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে ৫০টি ওয়ানডে ম্যাচ জেতানো অধিনায়ক হবেন মাশরাফী।

ওয়ানডেতে বাংলাদেশকে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়া মাশরাফী সবচেয়ে সফল অধিনায়কও। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ পর্যন্ত বাংলাদেশকে ৮৭টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাতে জয় ৪৯টি ম্যাচে। মাশরাফীর নেতৃত্বে বাংলাদেশের জয়ের হার সবচেয়ে বেশি ৫৭.৬৪ শতাংশ।

ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ম্যাচ সংখ্যায় মাশরাফীর পরের স্থানে আছেন হাবিবুল বাশার সুমন। জয়ের হারে মাশরাফীর পরের অবস্থানে আছেন সাকিব আল হাসান, ৪৬.৯৩ শতাংশ।

মাশরাফির বিদায়ী ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন দেখা যেতে পারে। বিশ্রাম দেওয়া হতে পারে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে। তামিমের জায়গায় খেলতে পারেন সৌম্য সরকার; মুশফিকের জায়গায় ওয়ানডেতে অভিষেক হতে পারে আফিফ হোসেনের। বাদ পড়তে পাবেন আগের দুই ম্যাচে ভালো করতে না পারা নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় দেখা যেতে পারে ওপেনার মোহাম্মদ নাঈম শেখকে। সেক্ষেত্রে ওয়ানডেতে অভিষেক হবে তার।

বিশ্রাম কাটিয়ে একাদশে ফিরবেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। এছাড়া পিতার গুরুতর অসুস্থতায় দলছুট পেসার শফিউল ইসলামের পরিবর্তে মুস্তাফিজুর রহমান ফিরতে পারেন একাদশে।

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত হওয়ায় ম্যাচটি বাংলাদেশের কাছে কেবলই আনুষ্ঠানিকতার। তবে মাশরাফির নেতৃত্বে এটিই শেষ ম্যাচ বলে আনুষ্ঠানিকতার ম্যাচটাই পাচ্ছে বাড়তি গুরুত্ব।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com