এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ম্যানইউ
ওডিয়োন ইগহালোর জোড়া গোলে ইংলিশ এফএ কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার দিবাগত রাতে পঞ্চম রাউন্ডের ম্যাচে ডার্বি কাউন্টিকে ৩-০ গোলে হারিয়েছে ওলে গানারের শিষ্যরা। বাকি গোলটি করেন লুক শো।
প্রাইড পার্ক স্টেডিয়ামে ম্যাচের শুরুতে ডার্বি দাপট দেখালেও গোলের দেখা পায়নি। তবে ৩২তম মিনিটে ইগহালোর শট ফিরিয়ে দেন ডার্বির গোলরক্ষক কেলি রুস। পরের মিনিটেই এগিয়ে যায় ম্যানইউ। লুক শো’র বাম পায়ের নেওয়া শট জালের ঠিকানা খুঁজে পায়। তবে হাল ছাড়েননি ইগহালো। ৪১ মিনিটে পেনাল্টি বক্সের মাঝখান থেকে বাম পায়ের শটে বল জালে পাঠান তিনি। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় রেড ডেভিলসরা।
বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় ম্যানইউ। ৬৬ মিনিটে হুয়ান মাতার শট ফিরিয়ে দেন ডার্বি গোলরক্ষক। একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা।
৭০ মিনিটে ঠিকই ব্যবধান বাড়ায় ম্যানইউ। পরিকল্পিত আক্রমণ থেকে পেনাল্টি বক্সের মাঝখানে ফাঁকায় দাঁড়িয়ে থাকা ইগহালো বল পেয়ে যান। বাম পায়ের জোড়ালো শটে লক্ষ্য ভেদ করেন তিনি।
এরপর বাকিটা সময় অক্রমণ চালিয়েও আর ব্যবধান বাড়াতে পারেনি ম্যানউই। ফলে ৩-০ গোলের জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে গানারের শিষ্যরা।