ভারতের উত্তরাঞ্চলে বন্যায় অন্তত ৪৪ জনের প্রাণহানি

0

ভারতের উত্তরাঞ্চলীয় প্রদেশে প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় অন্তত ৪৪ জন মারা গেছে এবং হাজার হাজার লোক ত্রাণ কেন্দ্রে আশ্রয় নিয়েছে। কর্মকর্তারা শনিবার এ কথা জানান।

গত ২৪ থেকে ৪৮ ঘণ্টায় টানা বৃষ্টির কারণে রাজ্যের দুটি নদীর পানি উপচে এ বন্যা দেখা দিয়েছে।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভাইস চেয়ারম্যান রবীন্দ্র প্রতাপ শাহী বলেন, আমরা কাল রাত পর্যন্ত ৪৪ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছি।

কর্তৃপক্ষ উপদ্রুত অঞ্চলে উদ্ধার ও ত্রাণ কাজের ওপর গুরুত্বারোপ করছে। এছাড়া ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে আগামী ৪৮ ঘণ্টায় আরো বৃষ্টির পূর্বাভাস থাকায় আমরা হাজার হাজার লোককে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়েছি।

উল্লেখ্য, চলতি সপ্তাহের প্রথম দিকে পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com