নির্বাচনে জনগণ বিএনপিকে সমর্থন দিলে গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল

0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিএনপির সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, ‘আগামী নির্বাচনে জনগণ সমর্থন দিলে দলটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করে সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে।’

সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চেয়ারপারসনের স্বাস্থ্যের বিষয়ে তিনি জানান, বিএনপি চেয়ারপারসন বর্তমানে গুরুতর অসুস্থ এবং হাসপাতালে রয়েছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। চিকিৎসকরা তার সর্বশেষ স্বাস্থ্য অবস্থা জানাবেন। ফখরুল সবাইকে দোয়া করার আহ্বান জানান যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসেন।

নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত সংস্কার কমিশনের মাধ্যমে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বর্তমান সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। ফখরুল আশা প্রকাশ করেন, নির্বাচনে জনগণ তাদের মতামত প্রদানের মাধ্যমে সংসদ নির্বাচন করবেন।

রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, কিবরিয়া শুধু তার এলাকা নয়, সারা দেশে প্রভাব বিস্তার করতে সক্ষম। তার মেধা ও দক্ষতা নতুন বাংলাদেশ গঠনে দলের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফখরুল পুনরায় জোর দেন, নির্বাচনে জনগণ সমর্থন দিলে বিএনপি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করে সমৃদ্ধ অর্থনীতির বাংলাদেশ গড়ে তুলতে পারবে।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.