পুতিন ও শি ‘কঠোর ও বুদ্ধিমান নেতা’: ট্রাম্প

0

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রধানমন্ত্রী শি জিনপিংকে কঠোর, বুদ্ধিমান ও আন্তরিক নেতা হিসেবে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি উল্লেখ করেছেন, তারা ছল চাতুরির মানুষ নন।

নেটওয়ার্ক কোম্পানির সঙ্গে মামলা মীমাংসার পর সিবিএস চ্যানেলের ৬০ মিনিটস অনুষ্ঠানে দেওয়া প্রথম সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, এই দুই নেতার মধ্যে কে কঠোর। তিনি উত্তরে বলেন, ‘দুইজনেই কঠোর ও বুদ্ধিমান। খুব শক্তিশালী নেতা। তাদের গুরুত্বের সঙ্গে নিতে হবে।’

ইউক্রেনের চলমান যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘আমার প্রথম মেয়াদে এ ধরনের যুদ্ধ কখনো হয়নি। ৪ বছর ধরে এমন কিছু ঘটেনি এ বিষয়ে কোনও সন্দেহ নেই।’

ট্রাম্প দাবি করেন, পুতিনও স্বীকার করেছেন যে, যদি তিনি পরপর ক্ষমতায় থাকতেন, তবে যুদ্ধ এড়ানো সম্ভব হতো।

নিজের প্রশাসনের সামরিক প্রস্তুতি তুলে ধরে ট্রাম্প বলেন, ‘আমি প্রথম মেয়াদে আমাদের সামরিক বাহিনী পুনর্গঠন করেছি। আমরা বিশ্বের সেরা অস্ত্র তৈরি করি। তারা সেই অস্ত্রই যুদ্ধে ব্যবহার করছে।’

চীনের শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, ‘আমাদের সম্পর্ক খুবই ভালো। তিনি একজন শক্তিশালী এবং ক্ষমতাধর নেতা।’ করোনা মহামারীর কারণে কিছুটা চাপ থাকলেও, ট্রাম্প দাবি করেন, দুই দেশের সম্পর্ক যতটা সম্ভব ভালো রয়েছে। তিনি ওয়াশিংটন-বেইজিংয়ের শক্তিশালী সম্পর্ক বজায় রাখার গুরুত্বেও জোর দেন।

গত সপ্তাহে ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক ৫৭ শতাংশ থেকে ৪৭ শতাংশ কমানোর ঘোষণা দেন। তিনি এটিকে শি জিনপিংয়ের সঙ্গে দক্ষিণ কোরিয়ায় ফলপ্রসূ বৈঠকের ফলাফল হিসেবে উল্লেখ করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.