ক্ষমতার লোভে কেউ কেউ ধর্ম ব্যবহার করছে, কেউ আবার সংখ্যালঘুদের নিয়ে নাটক করছে: সালাম
জামায়াতের দিকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, ক্ষমতায় যাওয়ার লোভে এখন কেউ কেউ ধর্ম ব্যবহার করছে, কেউ আবার ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে নাটক করছে। জনগণ এ সবই জানে, কেউ আর তাদের কথায় প্রতারিত হবে না।
তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা, আসন্ন নির্বাচন এবং ৫ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে, দেশকে রক্ষা করতে, ভারতের সীমান্তে হত্যা বন্ধ করা, ন্যায্য পানি পাওয়া, এবং অর্থনৈতিক স্বাধীনতা রক্ষা করার জন্য একটি শক্তিশালী জাতীয় সরকার দরকার, যা কেবল বিএনপি-ই দিতে পারে। দেশকে রক্ষার একমাত্র শক্তি বিএনপি। অন্য কোনো শক্তি পারবে না।
সোমবার (৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বর্তমান প্রেক্ষাপট, ৭ নভেম্বর ও জিয়াউর রহমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাম বলেন, বিএনপি সব সময় জনগণের পাশে থেকেছে আছে, তাই অনেকে বিএনপিকে ভয় পায়। যেভাবে শেখ হাসিনা নির্বাচন দেননি, কারণ তিনি ভয় পেতেন তারেক রহমান বা বিএনপি ক্ষমতায় আসবে। তেমনি আজও একই আশঙ্কায় নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে। জনগণের রায়কে তারা ভয় পায়।
তিনি বলেন , ৫ আগস্টের পরিবর্তনের পর সবাই আশা করেছিল দ্রুত সংস্কার ও নির্বাচনের পথে যাওয়া হবে, কিন্তু সরকার তা করেনি। তার ভাষায়, দুই-একটি দল প্রকাশ্যে বলেছে, আমরা কি বিএনপিকে ক্ষমতায় আনার জন্য ৫ আগস্ট ঘটিয়েছি? এতে প্রমাণ হয় তারা জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে চায় না।
বিএনপির এ নেতা অভিযোগ করে বলেন, সরকার নির্বাচন বিলম্বিত করছে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। সেই নির্বাচনে জনগণ যদি বিএনপিকে ভোট না দেয়, তাহলে ভয় কিসের? নির্বাচন দিন, জনগণকেই সিদ্ধান্ত নিতে দিন।
এই বীর মুক্তিযোদ্ধা বলেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, দেশের জন্য রাজনীতি করে। আমাদের আন্দোলন কোনো ব্যক্তি বা পরিবারের জন্য নয়—এটি সারা দেশের মানুষের আন্দোলন।
তিনি অভিযোগ করেন, বিদেশি আধিপত্য থেকে দেশকে রক্ষা করার জন্যও বিএনপি কাজ করছে। তার দাবি, ভারতের সীমান্তে হত্যা বন্ধ করা, ন্যায্য পানি পাওয়া, এবং অর্থনৈতিক স্বাধীনতা রক্ষা করার জন্য একটি শক্তিশালী জাতীয় সরকার দরকার, যা কেবল বিএনপিই দিতে পারে।
চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, যেখানে আওয়ামী লীগ ব্যর্থ, সেখানে বিএনপি সফল। আওয়ামী লীগ গণতন্ত্র হত্যা করেছে, বিএনপি তা ফিরিয়ে এনেছে। আওয়ামী লীগ দুর্ভিক্ষ দিয়েছে, বিএনপি মানুষের মুখে ভাত তুলে দিয়েছে।
তিনি আহ্বান জানান, দেশের মঙ্গলের জন্য, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আসুন সবাই মিলে বসি, একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করি।