দলের বদনাম হয় এমন কোনো কাজ করা যাবে না: মেজর হাফিজ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র রূপে গঠন করার জন্য যুবদলকে আত্মনিয়োগ করতে হবে। যুবদলের প্রত্যেকটি নেতাকর্মীকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হতে হবে। দলের বদনাম হয় এমন কোনো কাজ করা যাবে না। চাঁদাবাজি, অপকর্ম যেন আমাদেরকে স্পর্শ না করে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভার আয়োজনে লালমোহন চৌরাস্তায় মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।