জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না: এনসিপিকে জামায়াত

0

সংস্কার ও সংবিধান ইস্যুতে জামায়াতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন তার প্রক্রিয়ায় ‘জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা না নিতে’ বলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এনসিপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, একটি দল বলেছে- জামায়াত সংস্কার, অংশীদারত্বের রাজনীতি, দেশ গঠন ও অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখেনি। তোমরা নতুন দল, রাজনীতিতে জামায়াতের সঙ্গে পাল্লা দিতে গেলে বহু দূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিও না।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে সাতক্ষীরার তালায় ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, নতুন গঠিত ছাত্রদের একটি দলের নেতা দুঃখজনক একটি স্ট্যাটাস দিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেছেন, জামায়াতে ইসলামী সংস্কার চায় না, সংস্কার ও নতুন সংবিধান সংলাপে ভূমিকা রাখেনি। অথচ ঐকমত্য কমিশনে লিখিতভাবে ৬টি সংস্কার প্রস্তাবের মধ্যে আমরাই প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছি।

এনসিপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ছাত্রদের নতুন দলের একজন নেতা জামায়াতকে নিয়ে এমন সমালোচনা করেছেন। ওনারা চাচ্ছেন আমরাও একটু সমালোচনা করি। কেউ তো ওনাদের নাম নেয় না, জামায়াতের মত একটি বড় দল তাদের নিয়ে দুটো কথা বললে তাদের নাম দু-একজন নেয়। আমরা আপনাদের এতো আমলে নেই না।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.