জুলাই সনদ সাক্ষর হলেও কিছু দল এখনো ষড়যন্ত্রের বীজ বপন করেই চলছে: দুলু
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। জুলাই সনদ সাক্ষর হলেও কিছু দল এখনো ষড়যন্ত্রের বীজ বপন করেই চলছে। এদের থেকে দেশবাসীকে সাবধান থাকতে হবে।
শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে নাটোর সদর, পৌর ও নলডাঙ্গা উপজেলা বিএনপির যৌথ আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুলু বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনকে আপনারা হালকা করে দেখার কোন সুযোগ নেই। তাই এই নির্বাচনকে নিয়ে এখনো ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত আছে। আপনরা খেয়াল করেছেন, এই জুলাই সনদ নিয়ে গতকালকেও অনেক রকম ঝামেলার সৃষ্টি হয়েছে। দুই/তিনটি রাজনৈতিক দল ছাড়া বাংলাদেশের বিএনপি, জামায়াতসহ সকল রাজনৈতিক দল কালকে জুলাই সনদে সই করেছে।
তিনি আরও বলেন, জুলাই সনদ মানে আপনারা জানেন- যাদের ত্যাগ ও রক্তের বিনিময়ে এই স্বাধীনতা অর্জন, তাদের ব্যাপারে কিছু সিদ্ধান্ত সেটা জুলাই সনদে উল্লেখ আছে। এটাকে কেন্দ্র করে একটি বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। আমরা আশা করি, এই বিভাজন নিরসন হবে। আমরা আশা করছি নির্ধারিত সময়েই বাংলাদেশে নির্বাচন হবে।