ফরিদপুরে মিথ্যা তথ্যে হোটেলে নিয়ে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ
ফরিদপুরে এক তরুণীকে মিথ্যা তথ্য দিয়ে আবাসিক হোটেলে নিয়ে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় মো. মশিউর রহমান পুলক (২৬) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।
সোমবার (১৩ অক্টোবর) বিকালে র্যাব-১০ এর দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই যুবককে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের জানানো হয়। এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর স্টেশনরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গত পহেলা জুন দুপুরে ফরিদপুর শহরের নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে এ ঘটনা ঘটে। ওই তরুণীকে (২০) পুলক জানান যে, তার স্বামী অন্য এক নারীর সঙ্গে ফরিদপুর গুলবাগ এলাকার একটি আবাসিক হোটেলে অবস্থান করছেন। খবর পেয়ে তরুণী পুলককে সঙ্গে নিয়ে হোটেলে গেলে তিনি তরুণীকে একটি কক্ষে আটকে রাখে। এরপর পুলকসহ অন্যান্য আসামিরা কক্ষে প্রবেশ করে তরুণীকে পালাক্রমে ধর্ষণ করে।