জনগণের ম্যান্ডেট পেলে বিএনপি সিলেটের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নেবে: কাইয়ুম চৌধুরী

0

সিলেটবাসীর ন্যায্য অধিকার আদায়ে ‘গণঅবস্থান ও মানববন্ধন’ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

সোমবার  (১৩ অক্টোবর) দুপুরে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘ঢাকা-সিলেট মহাসড়ক শুধু একটি রাস্তা নয়, এটি সিলেটবাসীর প্রাণরেখা। অথচ সরকারের অব্যবস্থাপনা ও উদাসীনতায় এটি আজ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘প্রতিদিন দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে, ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বছরের পর বছর সংস্কারের নামে কোটি কোটি টাকা ব্যয় হলেও বাস্তব উন্নয়ন নেই। সিলেটবাসী আর বঞ্চনা সহ্য করবে না।’

কাইয়ুম চৌধুরী অভিযোগ করেন, ‘সিভিল সার্ভিস, সামরিক বাহিনী কিংবা জাতীয় রাজনীতির কোথাও সিলেটের ন্যায্য প্রতিনিধিত্ব নেই। সরকারের উপদেষ্টা পরিষদেও সিলেটের কেউ নেই। ফলে পুরো বিভাগ এক ধরনের শূন্যতায় ভুগছে।’

তিনি বলেন, ‘বিএনপি নেতা তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা সংস্কার কর্মসূচিতে যোগাযোগব্যবস্থার উন্নয়নের সুস্পষ্ট রূপরেখা রয়েছে। জনগণের ম্যান্ডেট পেলে বিএনপি সিলেটের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নেবে।’

তিনি আরো বলেন, ‘বর্তমান সরকারকে এখনই সিলেটবাসীর দুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা নিতে হবে। শুধু চট্টগ্রামে তিন ঘণ্টায় যাওয়া সম্ভব করলেই হবে না-সিলেটকেও সমান গুরুত্ব দিতে হবে।’

ঢাকা-সিলেট মহাসড়কের নাজুক অবস্থার দ্রুত প্রতিকার দাবিতে আগামী ২০ অক্টোবর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেন তিনি।

কাইয়ুম চৌধুরী বলেন, ‘বিগত ১৭ বছরের আওয়ামী শাসনে সিলেটবাসী দৃশ্যমান কোনো উন্নয়ন পায়নি। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, বিমানবন্দর-সবক্ষেত্রেই সিলেটকে চক্রান্ত করে বৈষম্যের মধ্যে রাখা হয়েছে। বিএনপি সরকারের সময় যে সামান্য উন্নয়ন হয়েছিল, তা আওয়ামী আমলে থমকে গেছে।’

তিনি অভিযোগ করেন, ‘সিলেটকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বঞ্চিত রাখা হয়েছে। তিন দফা ভয়াবহ বন্যার পরও পুনর্বাসনে কোনো উদ্যোগ নেয়নি সরকার। অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে বড় প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে।’

তিনি বলেন, ‘সিলেটে গ্যাস উৎপাদন হলেও এখানকার মানুষ গ্যাস সংকটে ভোগে। রেলপথে ট্রেন সময়মতো আসে না, কোচগুলো জরাজীর্ণ, বিমানের ভাড়াও অস্বাভাবিক। তিন পথেই আমরা বৈষম্যের শিকার।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘যোগাযোগ ব্যবস্থায় অবহেলা মানে জনগণের জীবনের সঙ্গে ছেলেখেলা করা। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত জনগণের মৌলিক অধিকার।’

জাতীয় নির্বাচন প্রসঙ্গে কাইয়ুম চৌধুরী বলেন, ‘গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ধানের শীষ গণতন্ত্র, অধিকার ও মুক্তির প্রতীক—এ প্রতীকের বিজয়ের মাধ্যমেই জনগণের শাসন প্রতিষ্ঠিত হবে।’

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.