নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওরশ থেকে তুলে নিয়ে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

0

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বাক প্রতিবন্ধী কিশোরীকে ওরশ থেকে তুলে নিয়ে ধর্ষণ করেছে এক যুবক। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম আসমত আলী ওরফে আছু (৩৮)।

জানা গেছে, মেয়েটি স্থানীয় শাহীন দেওয়ানের বাড়িতে আয়োজিত ওরসে যান। সেখান থেকে প্রতিবেশী আসমত আলী তাকে তুলে নিয়ে দয়াকান্দা খালপাড়ের নির্জন একটি ঝোপে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। মেয়েটির মা অভিযোগ করেন, অনেক কাকুতি করেও ধর্ষণের হাত থেকে বাচঁতে পারেনি।

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিবছর ওই বাড়িতে ওরসের আয়োজন হয়। সেখানে মাদকের আসর বসানো হয়। তবে কোনো প্রশাসনিক অনুমোদন নেওয়া হয়নি, ফলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের অঘটন ঘটছে বলে দাবি স্থানীয়দের।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.