হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েই খেলব: সাইফউদ্দিন
বিশ্বকাপের পর সর্বশেষ জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেখা গেছে মোহাম্মদ সাইফউদ্দিনকে। এরপর ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে যান। তবে ইনজুরিকে খেলার অংশ হিসেবেই দেখেন তিনি। সব ক্রিকেটারকেই এর সঙ্গে লড়াই করতে হয় বলে এটা নিয়ে খুব একটা চিন্তা করতেও রাজি নন তিনি।
বৃহস্পতিবার মিরপুরের হোম অব ক্রিকেটে অনুশীলনের এক ফাঁকে সাইফউদ্দিন বলেন, ‘চোটের কারণে হয়তো ৫ মাস বাইরে ছিলাম। কিন্তু এর আগে আমি বাজে পারফরম্যান্সের কারণে দলের বাইরে ছিলাম ৮ মাস। আমি এসবে অভ্যস্ত। এখন হয়তো চোট থেকে ফিরছি। আগেও এমন হয়েছে। এসব আসলে চাপ না। পেশাদার হিসেবে এটাই সত্যি। ভালো খেললে থাকব। খারাপ খেলবে বাইরে চলে যাব।’বিশ্বকাপের পর প্রায় সাত মাস পর ওয়ানডে দলে ফিরছেন সাইফউদ্দিন। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা পেয়েছেন তিনি। সুযোগটা কাজে লাগাতে মরিয়া এই পেস বোলিং অলরাউন্ডার।
সাইফউদ্দিন বলেন, ‘জিম্বাবুয়েকে খাটো করে দেখার কিছু নেই। ইংল্যান্ডের মতো দলও কিন্তু নেদারল্যান্ডসের কাছে টি-টোয়েন্টিতে হেরেছিল। এসব তো জোর গলায় বলা কঠিন। তবে আমরা হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়েই খেলব।’