শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল ঘোষণা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মার্চের ৪ তারিখ থেকে শুরু হবে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট। সিরিজের দুটি ম্যাচই খেলা হবে পাল্লেকেলেতে। প্রথমটি ৪ মার্চ, দ্বিতীয়টি ৬ মার্চ।
দলে ডাক পেয়েছেন থিসারা পেরেরা, শিহান জয়সুরিয়া ও নুয়ান প্রদীপ। বাদ পড়েছেন কাসুন রাজিথা, ভানুকা রাজাপাকসে ও অশাদা ফার্নান্দো।শ্রীলঙ্কার ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল
লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), আভিষকা ফার্নান্দো, কুসাল জানিথ পেরেরা, শিহান জয়সুরিয়া, নিরোশান ডিকভেলা, কুশাল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, লাকসান সান্দাকান, উসুরু উদানা, নুয়ান প্রদীপ ও লাহিরু কুমারা।