ইউরোপা লীগের শেষ ষোলোর টিকিট কাটলো যারা

0

ইউরোপা লীগের শেষ ষোলোর ১৬ দল নিশ্চিত হলো বৃহস্পতিবার রাতে। চমক দেখিয়েছে তুর্কি ক্লাব ইস্তাম্বুল বাসাকসেহির ও অস্ট্রিয়ান ক্লাব এলএএসকে। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো তারা উঠেছে এ টুর্নামেন্টের শেষ ষোলোতে। বড় দলগুলোর মধ্যে ছিটকে গেছে আর্সেনাল, আয়াক্স। 

সুইজারল্যান্ডের নিয়নে উয়েফার হেড কোয়ার্টারে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে শেষ ষোলোর ড্র। 

শেষ ষোলোতে উঠলো যারা: ম্যানচেস্টার ইউনাইটেড (ইংল্যান্ড), উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স (ইংল্যান্ড), রেঞ্জার্স (স্কটল্যান্ড), গেতাফে (স্পেন), সেভিয়া (স্পেন), ইন্টার মিলান (ইতালি), রোমা (ইতালি), বায়ার লেভারকুসেন (জার্মানি), ভল্ফসবুর্গ (জার্মানি), ফ্রাঙ্কফুর্ট (জার্মানি), শাখতার দোনেৎস্ক (ইউক্রেন), এফসি বাসেল (সুইজারল্যান্ড), এলএএসকে (অস্ট্রিয়া), অলিম্পিয়াকোস (গ্রিস), কোপেনহেগেন (ডেনমার্ক),  ইস্তাম্বুল বাসাকসেহির (তুরস্ক)।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com