ডাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা চলবে না: ছাত্রদল

0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের টালবাহানা চলবে না বলে জানিয়েছেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।

সোমবার (০১ সেপ্টেম্বর) ডাকসু নির্বাচন পেছানোর সিদ্ধান্তের প্রতিবাদে মিছিল শেষে অপরাজেয় বাংলার সামনে সমাবেশে তিনি এ কথা বলেন।

জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ৫ আগস্টের পর যে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিয়েছে, তারা শুরু থেকেই পক্ষপাতদুষ্ট আচরণ করে আসছে। তারা এখনো বিশ্ববিদ্যালয় থেকে স্বৈরাচারের দোসরদের অপসারণ করতে পারেনি। এই প্রশাসনের ভিসিও স্বৈরাচারের দোসর ছিলেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার জন্যই ডাকসু স্থগিত করা হয়েছে।

সমাবেশে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকেই আমরা হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিলাম। আজ এখান থেকে স্পষ্ট ঘোষণা দিতে চাই, ডাকসু নির্বাচন ঠিক সময়ই হবে। সেটাকে বাধাগ্রস্ত করার ক্ষমতা কারও নাই।

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে বলেন, আপনারা এমন একটি নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন, যেখানে নির্বাচন বন্ধের ফাঁকফোকর রেখেছেন। আপনারা শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ ছাত্রলীগের কমিটিতে থাকার পরও তাকে নির্বাচনের সুযোগ দিয়ে রেখেছেন। আর এর সুবিধা বিভিন্ন অপশক্তি নানাভাবে নিচ্ছে।

 

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.