ময়মনসিংহের ভালুকায় মোবাইলে ছবি দেখানোর কথা বলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ

0

ময়মনসিংহের ভালুকায় মোবাইলে ছবি দেখানোর কথা বলে পাঁচ বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে আজহার (২১) নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছেন।

ঘটনাটি ঘটেছে বুধবার (২০ আগস্ট) রাতে উপজেলার জামিরদিয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ধাপুনিয়া গ্রামের আবু তাহেরের ছেলে আজহারসহ তার পরিবারকে নিয়ে জামিরদিয়া গ্রামের আইডিয়ালের মোড় এলাকার সামাদ হাজীর বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করেন। ওই বাড়িতে একই উপজেলার চন্দ্রথলিখিলা গ্রামের বাসিন্দা শিশুটির পরিবারটিও ভাড়া থাকে। তার বাবা অটোরিকশা চালান।

বুধবার রাতে আজহার মোবাইলে ছবি দেখানোর লোভ দেখিয়ে ওই শিশুটিকে তার ঘরে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। এতে মেয়েটি রক্তাক্ত জখম হয়। শিশুটির মা সকালে উঠে দেখেন তার মেয়ের হাফপ্যান্টে রক্ত। পরে শিশুটি তার মাকে ঘটনাটি খুলে বললে স্থানীয়রা আজহারকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.