ট্রাম্পের সঙ্গে দেড় ঘণ্টার ফোনালাপ, পুতিনের সঙ্গে বসতে রাজি জেলেনস্কি
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে রাজি হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকের প্রস্তাবকে তিনি সমর্থন করেন।
সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, আলাস্কা সম্মেলনের পর তিনি ট্রাম্পের সঙ্গে প্রায় এক ঘণ্টা একান্তে কথা বলেছেন। পরে ইউরোপীয় নেতারা ফোনালাপে যোগ দেন, যা মোটামুটি দেড় ঘণ্টার বেশি সময় স্থায়ী হয়।
এদিকে এক বিবৃতিতে ফরাসি সরকার জানিয়েছে, ওই ফোনালাপে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টব এবং পোলিশ প্রেসিডেন্ট কারল নাওরোস্কি যোগ দেন।
এছাড়া এই ফোনালাপে যুক্ত ছিলেন ন্যাটো সাধারণ সম্পাদক মার্ক রুটে এবং ইউরোপীয় ইউনিয়নের উরসুলা ভন ডার লাইয়েনও।
ফোনালাপের বিষয়ে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন জোর দিয়ে বলছে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নেতাদের স্তরে আলোচনা করা উচিত, এবং ত্রিপাক্ষিক ফরম্যাট এর জন্য উপযুক্ত।’
জেলেনস্কি আরও বলেন, ‘নিরাপত্তার নির্ভরযোগ্য নিশ্চয়তা নিশ্চিত করতে ইউরোপীয় নেতাদের প্রতিটি পর্যায়ে যুক্ত থাকা গুরুত্বপূর্ণ, যাতে আমেরিকাও সঙ্গী হতে পারে।’
তিনি যোগ করেন, ‘আমেরিকার পক্ষ থেকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে অংশগ্রহণের ইতিবাচক সংকেতও আমরা আলোচনা করেছি। আমরা আমাদের অবস্থান সকল অংশীদারদের সঙ্গে সমন্বয় করে যাচ্ছি। যারা সাহায্য করছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই।’