ঠোঁটের প্রশংসার পর প্রেস সচিব ক্যারোলিনকে ‘হন্যে’ হয়ে খুঁজলেন ট্রাম্প
সংবাদ সম্মেলনে বেশ হাস্যরসের সৃষ্টি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। নিজের প্রেস সচিব ক্যারোলিন লেভিটকে খুঁজছিলেন এদিক-সেদিক। কয়েকবার প্রশ্ন করার পর মজার ছলেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলে ওঠেন, ‘কোথায় আমার সুপারস্টার?’ হোয়াইট হাউসের সেই ভিডিও বেশ ভাইরাল হয়েছে।
সাংবাদিকদের ওই সম্মেলনে ট্রাম্পের এমন কাণ্ড বেশ হাসির খোরাক জুগিয়েছে। ভিডিওতে দেখা যায়, ট্রাম্প প্রেস সচিবকে খুঁজছেন। কোথায় আছেন জানতে চাইছেন। কদিন আগে এই ক্যারোলিনের মুখ ও ঠোঁটের প্রশংসা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পকে এবার বলতে শোনা যায়, ‘ক্যারোলিন কোথায়? কোথায় আমার সুপারস্টার? ক্যারোলিন কি পেছনের দিকে আছে? ক্যারোলিন কোথায়?’ ক্যারোলিনকে দেখার পর ট্রাম্প বলেন, ‘এখানে এসো ক্যারোলিন।’
এরআগে, পহেলা আগস্ট ক্যারোলিনের ভূয়শী প্রশংসা করেন ট্রাম্প, ‘তিনি এখন তারকা হয়ে গেছেন। তিনি বেশ সুন্দরীও বটে। ওর তীক্ষ্ণ বুদ্ধিও রয়েছে। আর ওর ঠোঁট দুটো! যেন মেশিনগানের মতো নড়াচড়া করে! আসলে তিনি একজন মহান ব্যক্তি।’
সম্প্রতি ৭৯ বছর বয়সি এই মার্কিন প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত বলে মন্তব্য করেন ক্যারোলিন। এর একদিন পরই তার সম্পর্কে ওই মন্তব্য করেন ট্রাম্প। এবার সাংবাদিকদের সামনেই তাকে হন্যে হয়ে খুঁজলেন। আগেরবার যখন ক্যারোলিনের ঠোঁটের প্রশংসা করেছিলেন, তখন সমালোচিত হয়েছিলেন। এবার অবশ্য প্রশংসা কুড়াচ্ছেন ট্রাম্প।