রাজবাড়ীর গোয়ালন্দঘাট উপজেলায় তরুণীকে গণধর্ষণ
রাজবাড়ীর গোয়ালন্দঘাট উপজেলায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগে মামলার প্রধান তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) ভোরে উজানচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফরিদপুর জেলার কোতয়ালী থানার পূর্ব বিল মামুদপুরের শেখ ফারুকের ছেলে ফয়সাল শেখ (২২), গোয়ালন্দ উপজেলার পূর্ব উজানচর গ্রামের মো. চাঁন মিয়া মোল্লার ছেলে রাকিব (২১) এবং একই উপজেলার গনি শেখের পাড়ার মো. কালিম উদ্দিনের ছেলে সজিব মোল্লা (২৪)। তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টা ৩০ থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে উজানচর এলাকার বিভিন্ন স্থান থেকে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলা সুত্রে জানা গেছে, এক তরুণী গত ৫ আগস্ট জমিদার ব্রীজ হয়ে বাসযোগে গোধুলী পার্কে যায় বিকাল সাড়ে ৪ টার দিকে। পার্কে পুকুর পাড়ে বসে ছিলেন তিনি। কিছুক্ষণের মধ্যে ফয়সাল গোধুলী পার্কে যায়। ওই সময় রাকিব, সজিব মোল্যাসহ অন্যান্যরা আশপাশে ঘোরাঘুরি করতে থাকে। এক পর্যায়ে বিকাল সাড়ে ৬টার দিকে তরুণী ও তার বন্ধু সোহানকে গোধুলী পার্কের ভিতর পুকুরের পাশে ফাঁকা জায়গায় নিয়ে যায়।
এসময় তরুণী ও তার বন্ধু সোহানের সঙ্গে থাকা স্মার্টফোন ও নগদ ৫ হাজার টাকা নিয়ে যায়। পরে ভুক্তভোগী তরুণীকে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বেড়ীবাঁধের পাকা রাস্তাসংলগ্ন একটি জমির পাশে নিয়ে জোরপূর্বক পর্যায়ক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, এ ঘটনায় শুক্রবার (৮ আগস্ট) মামলা দায়ের করে। রাকিব ও সজিব মোল্লাকে শুক্রবার গ্রেপ্তার করে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।