অতি রক্ষণাত্মক হয়ে লাভ নেই: কোহলি
অতিরিক্ত রক্ষণাত্মক মানসিকতায় দলের কোন উপকার হবে না বলেই মনে করেন বিরাট কোহলি। অধিনায়কের সেই বার্তা পৌঁছেও গিয়েছে দলের কাছে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পর কোহলি বলেন, ‘‘কখন আগ্রাসী ব্যাট করব, কখন বিপক্ষ বোলারদের উপরে চাপ তৈরি করতে হবে, এটা বোঝা খুব সূক্ষ্ম ব্যাপার। আমরা অতীতে এই কাজটা অনেক করেছি। কিন্তু এখানে সেটা পারিনি।’’ওয়েলিংটনে দ্বিতীয় ইনিংসে ৮১ বল খেলে ১১ রান করেন চেতেশ্বর পুজারা। হনুমা বিহারীর ১৫ রান আসে ৭৯ বলে। একটা সময় ২৮ বল খেলে কোনও রান করতে পারেননি পুজারা। যার পরে আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে আউট হয়ে যান মায়াঙ্ক আগারওয়াল। কেন ভারত আগ্রাসী ব্যাট করতে পারল না?
কোহলি বলেছেন, ‘‘তার কারণ দুটো। এক, নিউজিল্যান্ডের ভাল বোলিং। ওরা ঠিক জায়গায় বলটা রেখে যাচ্ছিল। দুই, ব্যাটিংয়ে কোনও ছন্দ পাইনি আমরা। যখন দরকার ছিল ছন্দটা তৈরি করার, তখনই আমরা ব্যর্থ হয়েছি। নিউজিল্যান্ড বোলারদের টানা ভাল বল করে যেতে দিয়েছি। ওদের ছন্দ নষ্ট করতে কিছু করিনি।’’ কোহলি অবশ্য এটা বলে দিয়েছেন, ক্রাইস্টচার্চ টেস্ট জেতার জন্যই ঝাঁপাবে তাঁর দল।