মাইলস্টোনে বিমান বিধ্বস্ত:নিহত রজনীর পরিবারের সঙ্গে দেখা করলেন বিএনপি নেতা সোহেল

0

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত অভিভাবক রজনী ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেখা করেন তারা।

শনিবার (২৬ জুলাই) দুপুরে তিনি উত্তরার রূপায়ন সিটি এলাকায় নিহতের বাসায় গিয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এসময় রজনী ইসলামের স্বামী জহুরুল ইসলাম, কন্যা ঝুমঝুম (পঞ্চম শ্রেণি), পুত্র রুহান (ষষ্ঠ শ্রেণি) ও পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।

তুমি এটাও পছন্দ করতে পারো

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.