বিমান দুর্ঘটনায় নিহত আফনান ফাইয়াজের পরিবারের পাশে রিজভী
রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত আফনান ফাইয়াজের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আফনান ফাইয়াজের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
শনিবার (২৬ জুলাই) সকালে পল্লবীতে আফনান ফাইয়াজের বাসায় যান রিজভী। এসময় ফাইয়াজের বাবা আবেগাপ্লুত হয়ে পড়েন।
এসময় রুহুল কবির রিজভী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মাইলস্টোনের ঘটনার পর থেকেই সার্বক্ষণিক আপনাদের সবার খোঁজ রাখছেন। আপনাদের কষ্টের সঙ্গে কোনোকিছুরই তুলনা হয় না। আমরা শুধুমাত্র আপনাদের কাছে তারেক রহমানের পক্ষ থেকে এসেছি। আফনান ফাইয়াজ অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।