রাজনৈতিক দলগুলোর ওপর কোনও কিছু চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, ‘রাজনৈতিক দলগুলোর ওপর কোনও কিছু চাপিয়ে দিচ্ছে না। কোনও বিষয়ে দ্বি-মত থাকলে তা সনদে উল্লেখ করা হবে।’
সোমবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ১৬তম দিনের বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, আজকের আলোচনার বিষয় বস্তু প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি।
ড. আলী রীয়াজ বলেন, ‘আমাদের হাতে আর ১০ দিন আছে। বিভিন্ন বিষয় ইতোমধ্যে আলোচনা হয়েছে। এখন পর্যন্ত কমপক্ষে আটটি জায়গায় একমত হওয়া গেছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও কিছু বিষয়ে একমত হতে হবে। এ সময়ে দ্বিমতের বিষয়গুলো নিয়ে আলোচনা করা যেতে পারে। তবে বেশি বিলম্ব করা যাবে না।’
তিনি জানান, উচ্চকক্ষ নিয়ে কমিশনের মতামত দুই-এক দিনের মধ্যে দেওয়া হবে।
তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ না হলে আমরা এই জায়গায় আসতে পারতাম না। একাত্তরে লাখ লাখ মানুষ জীবন দিয়েছে। অনেক সংগ্রাম করতে হয়েছে। তাই শহিদদের মর্যাদা সমুন্নত রাখতে হবে। তাছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের কথাও মনে রাখতে হবে। মুক্তিযুদ্ধের অর্জন, ৫৩ বছরের সংগ্রাম ও গত বছরে মানুষের আত্মত্যাগ সব কিছুকেই মূল্যায়ন করে এগিয়ে যেতে হবে।’ তিনি কমিশনের কাজে সহযোগিতা করায় রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানান।